Logo
Logo
×

সারাদেশ

খেলা নিয়ে বিতণ্ডায় চাপাতির কোপে কিশোরের পা হারানোর শঙ্কা

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৭:২১ পিএম

খেলা নিয়ে বিতণ্ডায় চাপাতির কোপে কিশোরের পা হারানোর শঙ্কা

খাগড়াছড়িতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক থেকে রাকিব হাসান (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

এতে ওই কিশোরের একটি পা প্রায় বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা রয়েছে বলে জানায় পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদরের শালবন এডিসিহিল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বুধবার ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।ভুক্তভোগী ও থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে তর্ বিতর্কের জেরে রাকিব নামে এক কিশোরকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোর বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি বলেন, আসামিরা হলেন- আব্দুর রহিমের ছেলে মো. হোসেন (২২), আবুল কাশেমের ছেলে মো. রায়হান (২৪), শহিদের ছেলেমো. হানিফ (২৩) ও আবজাল হোসেনের মো. অনিক (২৪)। তারা সবাই শালবন এডিসিহিলের বাসিন্দা।

ওসি আরও বলেন, মামলার আসামি হানিফও হাসপাতালে চিকিৎসাধীন।চিকিৎসক তাকে রিলিজ দেওয়ার পরই গ্রেফতার দেখানো হবে। অন্যদের ধরতে অভিযান চলছে।

খেলা নিয়ে.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম